টানা দ্বিতীয়বার সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। ছবি: রয়টার্স
一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一
জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা ধরে রেখেছে বার্সেলোনা। নাটকীয় এই ম্যাচে জোড়া গোল করেন বার্সেলোনার রাফিনহা। এই সুপার কাপ জিতে বড় অঙ্কের অর্থও পেয়েছে হ্যান্সি ফ্লিকের দল।
স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও এএস জানিয়েছে, স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এবার ক্লাবগুলোর জন্য পুরস্কারের অঙ্ক বাড়িয়েছে। গত মৌসুমে মোট পুরস্কার ছিল প্রায় ১ কোটি ৯০ লাখ ইউরো, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ১৩ লাখ ইউরোতে।
এদিকে সুপার কাপে খেলা দলগুলো ধাপে ধাপে অর্থ পুরস্কার পেয়ে থাকে। প্রথমত, ভ্রমণ ভাতা হিসেবে প্রতিটি দল পায় ১ কোটি ৬৩ লাখ ইউরো। গত মৌসুমে এই অঙ্ক ছিল মোট ১ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ইউরো।
এরপর প্রতিটি দলের বাড়তি আয়ের সুযোগ রয়েছে। গত আসরে বাড়তি আয় হিসেবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ পেয়েছিল ৪০ লাখ ইউরো, যা এই আসরে বেড়ে দাঁড়িয়েছে ৫০ লাখে। আর ফাইনালে ওঠা দলগুলো পেয়ে থাকে ১০ লাখ ইউরো, যা বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ পেয়েছে।
আর ফাইনাল জিতে বার্সেলোনা পেয়েছে ২০ লাখ ইউরো। রানার্সআপ রিয়াল মাদ্রিদ পেয়েছে ১৪ লাখ ইউরো। শুধু তাই নয়, সেমিফাইনাল থেকে বিদায় নেয়া দলগুলোও ৮ লাখ ইউরো অর্থ পেয়েছে।
স্প্যানিশ সুপার কাপ আয়োজন করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) আয় করেছে প্রায় ৫ কোটি ১০ লাখ ইউরো। মোট অর্থের মধ্যে ২ কোটি ৬০ লাখ ইউরো বরাদ্দ রাখা হয়েছে উন্নয়ন খাতে।
#চ্যাম্পিয়ন বার্সেলোনা #বার্সেলোনা #football
0 Comments