Ad Code

#

ইনজুরিতে মৌসুম শেষ লিভারপুল ডিফেন্ডারের

 

       লিভারপুলের ডিফেন্ডার কনর ব্র্যাডলি। ছবি: সংগৃহীত

一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一

এমনিতেই চলতি মৌসুমে নিজেদের সেরা ছন্দে নেই লিভারপুল। তার ওপর গুরুত্বপূর্ণ সময়ে এবার ডিফেন্ডার কনর ব্র্যাডলিকে হারাল অল রেডরা। আর্সেনালের বিপক্ষে ইনজুরিতে পড়েন আয়ারল্যান্ডের তরুণ এই ডিফেন্ডার। তাতে চলতি মৌসুমে আর দেখা যাবে না তাকে।



গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আর্সেনালের মাঠে গোলশূন্য ড্র হওয়া ম্যাচে হাঁটুতে চোট পান ২২ বছর বয়সি ব্র্যাডলি। যোগ করা সময়ে বলের পেছনে দৌড়ানোর সময় আর্সেনাল উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলির ধাক্কায় টাচলাইনের পাশে পড়ে যান তিনি।


এতে হাঁটুতে গুরুতর চোট পান ব্র্যাডলি। আঘাত লাগে তার হাড় ও লিগামেন্টেও। এরপর আর খেলা চালিয়ে যেতে পারেননি। বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টের (এসিএল) চোট নয় এটি। সামনেই ব্র্যাডলির অস্ত্রোপচার করা হবে বলেও প্রতিবেদনে লিখেছে ইংলিশ গণমাধ্যমটি।

আগামী বিশ্বকাপে যদি খেলার যোগ্যতা অর্জন করে নর্দার্ন আয়ারল্যান্ড, তবে সেখানে ব্র্যাডলির খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর লিভারপুলের প্রথম পছন্দের রাইট-ব্যাক হয়ে ওঠেন ব্র্যাডলি। চলতি মৌসুমে লিগে ১২ ম্যাচে শুরুর একাদশে খেলেন তিনি।


Post a Comment

0 Comments

Close Menu