কিলিয়ান এমবাপ্পে। ছবি: রয়টার্স
一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一
এই ম্যাচে রিয়ালের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পেকে শেষ মুহূর্তে নামানো হয়, যদিও রিয়ালের ভাগ্য বদলাতে পারেননি ফরাসি এই তারকা। তবে এমবাপ্পের একটি ঘটনাকে কেন্দ্র করে তার সমালোচনা করেছেন বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা।
স্প্যানিশ সাংবাদিক আলফ্রেদো মার্তিনেজের জানিয়েছেন, সুপার কাপ ফাইনালে হারের পর রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ না দিতে নির্দেশ দেন কিলিয়ান এমবাপ্পে। ফাইনালে রেফারির শেষ বাঁশি বাজার পর রিয়াল মাদ্রিদের তারকারা সরাসরি বেঞ্চের দিকে চলে যান। তখন কোচ জাবি আলোনসোই তাদের জানান, বাধ্যতামূলক নয় এমন ‘গার্ড অব অনার’।
তবে মার্তিনেজের মতে, এমবাপ্পেই সতীর্থদের ডাগআউটের দিকে নিয়ে যান। ক্যামেরায় ধরা পড়ে, ১০ নম্বর জার্সিধারী এই ফরোয়ার্ড স্পষ্টভাবে অসন্তোষ প্রকাশ করছেন এবং গার্ড অব অনারে অংশ নিতে আগ্রহ দেখানো রাউল আসেনসিওর দিকে তাকিয়ে অবিশ্বাসের ভঙ্গিতে অন্য এক সতীর্থের সঙ্গে কিছু বলছেন।
一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一
一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一
এমন ঘটনার পর মুখ খুলেছেন বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। আরএসি-ওয়ানকে লাপোর্তা বলেন, 'তার কাজ দেখে আমি বিস্মিত। জয় কিংবা পরাজয়ে আপনাকে উদার এবং শ্রদ্ধাশীল থাকতে হবে। এটা একটা খেলা এবং এখানে আপনার স্বাভাবিক আচরণ করতে হবে। আমার মনে হয়, নিজেদের জয়ে আমরা উদার এবং প্রতিপক্ষ দলের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। যে কারণে আমি ব্যাপারটা বুঝতে পারছি না।'
এমবাপ্পের এমন আচরণ সবাইকে অবাক করেছে। এমনকি অনেক রিয়াল সমর্থকদের কাছেও এই ঘটনা দৃষ্টিকটু মনে হয়েছে।
#রিয়াল মাদ্রিদ #কিলিয়ান এমবাপ্পে #সুপার কাপ
0 Comments