Ad Code

#

শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, পুরস্কার পেল যেসব সিনেমা

 

আজ বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হয় ঢাকা উৎসবের সমাপনী অনুষ্ঠান
আজ বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হয় ঢাকা উৎসবের সমাপনী অনুষ্ঠানঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সৌজন্যে

বাস্তব ঘটনার প্রেরণায় নির্মিত হয়েছিল কিরগিজস্তানের সিনেমা ‘কুরাক’, এটি ২৪ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতেছে সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমার পুরস্কার। আজ বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হয় ঢাকা উৎসবের সমাপনী অনুষ্ঠান। সেখানেই সেরা সিনেমাসহ অন্যান্য বিভাগে পুরস্কারজয়ী সিনেমার নাম ঘোষণা করা হয়। গত বছর দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কিম জিসুকসহ দুটি পুরস্কার জয় করে ছবিটি।

কিরগিজস্তানের সিনেমা ‘কুরাক’ পুরস্কার পেয়েছে
কিরগিজস্তানের সিনেমা ‘কুরাক’ পুরস্কার পেয়েছে
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সৌজন্যে

আজারবাইজানের ‘আ লোনলি পারসনস মনোলগ’ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন এমিন আফানডিয়েভ। তাজিকিস্তান ও ইরানের যৌথ প্রযোজনার সিনেমা ‘ফিশ অন দ্য হুক’–এর জন্য স্পেশাল ম্যানশন অ্যাওয়ার্ড পেয়েছেন ইসফনডিয়র ঘুলোমভ। কিরগিজস্তানের আরেকটি সিনেমা ‘বার্নিং’–এর সিনেমার জন্য সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন দস্তান মাডেলিয়েভ ও আইজাদা বেকবালেয়েভা। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ইয়েরলান টুলেতি (অ্যাবেল), সেরা অভিনেত্রী ফারিবা নাদেরি (দ্য হাজব্যান্ড)।

বাংলাদেশ প্যানারোমার ট্যালেন্ট বিভাগে তিনটি সিনেমাকে পুরস্কৃত করা হয়েছে। দ্বিতীয় রানারআপ হয়েছে আবির ফেরদৌসের ‘ইশপাইট’, প্রথম রানারআপ উমিদ আশরাফের ‘ধ্যাৎ’। ফিপ্রেসকি জুরি সেরা সিনেমার পুরস্কার পেয়েছে তানহা তাবাসসুমের ‘হোয়াট ইফ’। এ ছাড়া বাংলাদেশ প্যানারোমা বিভাগে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে গণরুম আর ছাত্ররাজনীতির গল্প ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। ছবিটি পরিচালনা করেছেন আকাশ হক।

বাংলাদেশ প্যানারোমা বিভাগে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে গণরুম আর ছাত্ররাজনীতির গল্প ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’
বাংলাদেশ প্যানারোমা বিভাগে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে গণরুম আর ছাত্ররাজনীতির গল্প ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সৌজন্যে

এবারের উৎসবে অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার যৌথ প্রযোজনার সিনেমা ‘ড্রেইন্ড বাই ড্রিমস’। ছবিটি পরিচালনা করেছেন শেখ আল মামুন। অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে চীনের সিনেমা ‘অল কোয়াইট অ্যাট সানরাইজ’। শিশু চলচ্চিত্র বিভাগে বাদল রহমান পুরস্কার জিতেছে চীনের সিনেমা ‘কুইটং অ্যান্ড কুইহুয়া’। ওয়াইড অ্যাঙ্গেল বিভাগে পুরস্কার পেয়েছে এস্তোনিয়া, জার্মানি ও লাটভিয়ার যৌথ প্রযোজনার সিনেমা ‘লায়নেস’।

উইমেন ফিল্মমেকার বিভাগে স্পেশাল মেনশন পুরস্কার পেয়েছে ফিলিপাইনের সিনেমা ‘বিনিথ দ্য ব্রিজ’। এই বিভাগে সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন কিরগিজস্তানের আইজাদা বেকবালেভা (দ্য সেভেন মানথ)। সেরা স্বল্পদৈর্ঘ্য সিনেমার পুরস্কার জিতেছে জার্মানি, পর্তুগাল ও রোমানিয়ার যৌথ প্রযোজনার ‘লিটল সিরিয়া’। বেস্ট ফিকশন ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছে রাশিয়ার ‘ফ্রম স্ক্র্যাচ’।

স্পিরিচুয়াল ফিল্ম সেকশনে স্পেশাল ম্যানশন অ্যাওয়ার্ড জিতেছে কাতারের সিনেমা ‘আই লে ফর ইউ টু স্লিপ’। সেরা তথ্যচিত্রের পুরস্কার পেয়েছে ইতালি, লাওস ও স্পেনের যৌথ প্রযোজনার ছবি ‘দ্য গার্ডিয়ান অব স্টোরিস’। বেস্ট ফিকশন ফিল্মের পুরস্কার গেছে দক্ষিণ কোরিয়ার ‘আ ভাস্ট অ্যালগরিদম অব হিউম্যানিটি: দ্য মুভি’।

আজ সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের কালচারাল কাউন্সিলর লি শিয়াও পেং, ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক সেরে শার্লেট, আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার ডিরেক্টর ফ্রাঁসোয়া শঁব্রো।

সমাপনী অনুষ্ঠানে গান পরিবেশন করে সংগীতশিল্পী আহমেদ হাসান সানি।


বিনোদন থেকে আরও পড়ুন

Post a Comment

0 Comments

Close Menu