টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া জটিলতা নিরসনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে ভিডিও কনফারেন্স করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই আলোচনাতেও নিজেদের অবস্থানে অনড় জানিয়েছে বিসিবি। এদিকে সূচি হয়ে যাওয়ার পর ভেন্যু পরিবর্তন জটিল বলে বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলেছে আইসিসি।
মঙ্গলবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই দ্বিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়। বিসিবির পক্ষ থেকে সভায় যোগ দেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ। এছাড়াও ছিলেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
বিসিবির প্রতিনিধিরা আইসিসিকে স্পষ্ট করে জানিয়েছেন, বর্তমান অবস্থায় বাংলাদেশ দলের পক্ষে ভারত সফর করা সম্ভব নয়। বিকল্প হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাব পুনরায় পেশ করা হয়।
অন্যদিকে, আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে যে বিশ্বকাপের সূচি ইতিমধ্যে চূড়ান্ত ও ঘোষণা করা হয়ে গেছে। এমন অবস্থায় ভেন্যু পরিবর্তন করা টেকনিক্যালি জটিল। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বিসিবিকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানালেও বাংলাদেশের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া মেলেনি।
বৈঠক শেষে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই পক্ষ জট খুলতে আলোচনা চালিয়ে যেতে একমত হয়েছে।
ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বিসিবি নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার কথা আইসিসিকে জানায়। এখনো এই বিষয়ে কোন সমাধান বের হয়নি।
সম্পর্কিত বিষয়: বিসিবি
1 Comments
👍👍
ReplyDelete