দাবি মানা না পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা
বিভিন্ন দাবিতে ঢাকা ফার্মগেট, সায়েন্সল্যাব, মহাখালীসহ পাঁচটি গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ওইসব এলাকায় তীব্র যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
সহপাঠী হত্যার বিচারের দাবিতে বুধবার সকাল ১১টার দিকে ফার্মগেট মোড়ে বিক্ষোভ শুরু করেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা।
এরপর দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে টেকনিক্যাল, মহাখালী, সায়েন্সল্যাব এবং তাঁতীবাজার মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
দাবি মানা না পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।
এতে ওইসব এলাকায় যান চলাচল ব্যাহত হয়। ফলে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে দেখা যান গণপরিবহনসহ বিভিন্ন যানবাহনের যাত্রীদের।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু বিকেল তিনটা পর্যন্ত ঢাকার বিভিন্ন সড়কে তীব্র যানজট লক্ষ্য করা গেছে।
সম্পর্কিত বিষয়: #ঢাকা #বিক্ষোভ #দাবি #বাংলাদেশ
0 Comments