Ad Code

#

বিশ্বকাপ ট্রফি দেখে ‘জোশ’ বললেন জামাল ভূঁইয়া

 

         সংগৃহীত ছবি


টিভির পর্দায় নয়, এবার সরাসরি চোখের সামনে সেই কাঙ্ক্ষিত সোনালি ট্রফি। বিশ্বজয়ী কিংবদন্তিদের স্পর্শ পাওয়া ১৮ ক্যারেট খাঁটি সোনার ট্রফিটি যখন ঢাকার মাটিতে, তখন রোমাঞ্চ আর শিহরণে আচ্ছন্ন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

 
ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে আজ বুধবার সকালে কোকা-কোলার সৌজন্যে বাংলাদেশে এসেছে ২০২৬ বিশ্বকাপের এই শিরোপা।
ট্রফি বরণ করে নেওয়ার রাজকীয় আয়োজনে উপস্থিত ছিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া।


প্রথমবার কাছ থেকে ট্রফি দেখার অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘সত্যি বলতে, অভিজ্ঞতাটা ছিল একদম ‘জোশ’! প্রথমবার বিশ্বকাপ ট্রফি সামনাসামনি দেখলাম, দারুণ লাগছে। আমি ভেবেছিলাম ট্রফিটা হয়তো ছোট, কিন্তু এটা বেশ বড়। জানলাম এর ওজন প্রায় সাত কেজি খাঁটি স্বর্ণের।’ 

ট্রফি নিয়ে আসার সময় সঙ্গী হিসেবে ছিলেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি গিলবার্তো সিলভা।


চতুর্থবারের মতো বাংলাদেশে আসা এই ট্রফি দেশের ফুটবলারদের বড় স্বপ্ন দেখাবে বলে বিশ্বাস জামালের। তিনি বলেন, ‘যারা কঠোর পরিশ্রম করছে এবং যারা ভবিষ্যতে ফুটবলার হতে চায়, তাদের সবার জন্য এই ট্রফি একটি বড় অনুপ্রেরণা। আমার বিশ্বাস, এই ট্রফি দেখার পর নতুন প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস জন্মাবে যে—একদিন বাংলাদেশও বিশ্বকাপের মঞ্চে নিজের গল্প লিখবে।’


ব্যক্তিগত পছন্দের কথা জানাতে গিয়ে জামাল স্মরণ করেন ২০০২ সালের সেই দুর্ধর্ষ ব্রাজিল দলকে।


তিনি বলেন, ‘১২ বছর বয়স থেকেই আমি ব্রাজিলকে ফলো করি। আমার প্রিয় ফুটবলার ছিলেন রোনালদো। গিলবার্তো সিলভার সামনে দাঁড়িয়ে কথা বলছি, যিনি সেই চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন—এটি আমার জন্য বড় পাওয়া। রোনালদো, রিভালদো, রোনালদিনহোদের সেই দলটিই ফুটবলের প্রতি আমার ভালোবাসাকে গভীর করেছিল।’

ডেনমার্কে জন্ম নেওয়া জামালের প্রথম পছন্দ অবশ্য নিজের জন্মভূমি।

তবে ডেনমার্ক না পারলে শিরোপাটি ব্রাজিলের হাতেই দেখতে চান তিনি। জামালের ভাষায়, ‘অবশ্যই আমি চাই ডেনমার্ক জিতুক। কিন্তু ডেনমার্ক না পারলে আমি চাই ট্রফিটা ব্রাজিলের হাতেই উঠুক।’


সম্পর্কিত বিষয়: ফুটবল, ফিফা, বিশ্বকাপ, 

Post a Comment

0 Comments

Close Menu