সংগৃহীত ছবি
টিভির পর্দায় নয়, এবার সরাসরি চোখের সামনে সেই কাঙ্ক্ষিত সোনালি ট্রফি। বিশ্বজয়ী কিংবদন্তিদের স্পর্শ পাওয়া ১৮ ক্যারেট খাঁটি সোনার ট্রফিটি যখন ঢাকার মাটিতে, তখন রোমাঞ্চ আর শিহরণে আচ্ছন্ন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে আজ বুধবার সকালে কোকা-কোলার সৌজন্যে বাংলাদেশে এসেছে ২০২৬ বিশ্বকাপের এই শিরোপা।
ট্রফি বরণ করে নেওয়ার রাজকীয় আয়োজনে উপস্থিত ছিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া।
ট্রফি নিয়ে আসার সময় সঙ্গী হিসেবে ছিলেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি গিলবার্তো সিলভা।
চতুর্থবারের মতো বাংলাদেশে আসা এই ট্রফি দেশের ফুটবলারদের বড় স্বপ্ন দেখাবে বলে বিশ্বাস জামালের। তিনি বলেন, ‘যারা কঠোর পরিশ্রম করছে এবং যারা ভবিষ্যতে ফুটবলার হতে চায়, তাদের সবার জন্য এই ট্রফি একটি বড় অনুপ্রেরণা। আমার বিশ্বাস, এই ট্রফি দেখার পর নতুন প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস জন্মাবে যে—একদিন বাংলাদেশও বিশ্বকাপের মঞ্চে নিজের গল্প লিখবে।’
ব্যক্তিগত পছন্দের কথা জানাতে গিয়ে জামাল স্মরণ করেন ২০০২ সালের সেই দুর্ধর্ষ ব্রাজিল দলকে।
ডেনমার্কে জন্ম নেওয়া জামালের প্রথম পছন্দ অবশ্য নিজের জন্মভূমি।
0 Comments