Ad Code

#

এক টেকে পুরো গান শুটিংয়ের রেকর্ড, দাবি প্রযোজনা সংস্থার

 

শবনম বুবলি ও আদর আজাদ অভিনীত ‘পিনিক’ সিনেমার গান। ছবি: সংগৃহীত



এক টেকে পুরো একটি গানের শুটিং করে রেকর্ড গড়ল শবনম বুবলি ও আদর আজাদ অভিনীত 'পিনিক' সিনেমার গান। 'আধাচাঁদ' শিরোনামের গানটি বাংলা সিনেমার এক টেকে শুট করা প্রথম কোনো গান। এমন দাবি করেছেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান।

'আধাচাঁদ' গানটির সংগীতায়োজন করেছেন শান্ত শান। গানে সুর ও কণ্ঠ দিয়েছেন জিয়া রাজ। গানের কোরিওগ্রাফি করেছেন মোফাসসেল আলিফ। 

শবনম বুবলি বলেন, 'গানটি শুটিংয়ের আগের দিন কোরিওগ্রাফার আলিফের নির্দেশনায় আমি এবং সহশিল্পী আদর আজাদ রিহার্সাল করেছি। গানটি ৪ ঘণ্টার চেষ্টায় পুরো গানের শুটিং করেছি। সিনেমার টিমের সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা এমন চমৎকার ভাবনা নিয়ে কাজ করার জন্য।'

সিনেমার নির্মাতা জাহিদ জুয়েল বলেন, 'গানটা শোনার পরই আমি ওয়ান টেকে শুট করার পরিকল্পনা করি। টিমের সবার সঙ্গে বিষয়টি শেয়ার করলে তাঁরাও সমর্থন দেন। তাদের সবার কারণে গানটি এক টেকে শুটিং করতে পেরেছি।'

নারীপ্রধান গল্পের সাইকো-থ্রিলার অ্যাকশন সিনেমা 'পিনিক'। আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন প্রযোজনা প্রতিষ্ঠান ইউরো-বাংলা এন্টারটেইনমেন্ট।


সম্পর্কিত বিষয়: 

পিনিকঢালিউডশবনম বুবলিআদর আজাদ


Post a Comment

0 Comments

Close Menu