Ad Code

#

ভারতে সমস্যা-শ্রীলঙ্কায় ভেন্যু সঙ্কট, বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনে আগ্রহী পাকিস্তান

 

                                                                            সংগৃহীত   

    

বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজন করতে চায় পাকিস্তান! ভারতের বদলে টাইগারদের ‘ভেন্যু’ হতে চায় দেশটি। যদিও ‘ম্যান ইন গ্রিন’ নিজেরাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে শ্রীলঙ্কায়।


নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে চাইছে না বাংলাদেশ। আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কায় খেলতে যাওয়ার ইচ্ছা বিসিবির।

যদিও এখনো বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি আইসিসি। তবে এরই মাঝে পাকিস্তানি গণমাধ্যমে এসেছে চমকে যাওয়ার মতো খবর। বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে চায় পিসিবি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার। রোববার (১১ জানুয়ারি) জিও সুপার জানিয়েছে, ইতোমধ্যে নাকি বিশ্বকাপের ভেন্যু হতে আইসিসিকে জানিয়েছে তারা।

পিসিবি সূত্র থেকে আরো জানা যায়, শ্রীলঙ্কায় ভেন্যু পাওয়া না গেলে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজনের আগ্রহ আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা।

সূত্র আরো জানায়, পাকিস্তানের সব আন্তর্জাতিক মানের ভেন্যু বিশ্বকাপ ম্যাচ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। চ্যাম্পিয়নস ট্রফির উদাহরণ টেনে তারা দাবি করছে- বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো সুষ্ঠু আয়োজন করতে সক্ষম পিসিবি।

উল্লেখ্য, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি। শুরুতে ভারত কেবল আয়োজক থাকলেও পাকিস্তান দল রাজনৈতিক কারণে ভারত সফরে রাজি না থাকায় আয়োজনে যুক্ত করা হয় শ্রীলঙ্কাকে।

অর্থাৎ পাকিস্তান দল তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। এমনকি ফাইনালে উঠলেও এই দেশেই খেলবে তারা। এমতাবস্থায় তাদের দেশে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনের ভাবনায় মিশ্র প্রতিক্রিয়া দেখে দিয়েছে ক্রিকেট পাড়ায়।



বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক,  বাংলাদেশ-ভারত সম্পর্ক,  বাংলাদেশ ক্রিকেট                     

Post a Comment

0 Comments

Close Menu