রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন
ছবি: সংগৃহীত
লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন করা হয়েছে। এখন চলছে শেষ সময়ের বাকি আনুষ্ঠানিকতা। এরপর তার উদ্দেশ্যে এক মিনিটের নিরবতা পালন করা হবে এবং শ্রদ্ধা জানানো হবে।
এরআগে, বুধবার (৩১ ডিসেম্বর) সংসদ ভবন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় পতাকায় মোড়া লাশবাহী গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে নেওয়া হয়। বিকেল সাড়ে চারটার দিকে বিশেষ একটি বাহনে করে খালেদা জিয়ার মরদেহ সাবেক রাষ্ট্রপতি ও তার স্বামী জিয়াউর রহমানের সমাধির কাছে নেওয়া হয়।
রাষ্ট্রীয় মর্যাদার পর জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়াকে দাফন করা হয়। দাফনের প্রক্রিয়া চলার সময় তারেক রহমান, স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, ছোটভাই আরাফাত রহমানের স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের সদস্যরা, বিএনপির নেতা-কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দাঁড়িয়ে শোক ও শ্রদ্ধা জানান।
মানিক মিয়া অ্যাভিনিউতে আজ বেলা ৩টা বেজে ৩ মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয়। জানাজায় অংশ নিতে মানুষের ঢল নামে। বেলা ৩টা বেজে ৫ মিনিটে জানাজা সম্পন্ন হয়। জানাজার সময় ঢাকার বিভিন্ন রাস্তা লোকে লোকারণ্য হয়ে ওঠে।
ঘটনাপ্রবাহ: দেশনেত্রী খালেদা জিয়ার চিরবিদায়
- ৩১ ডিসেম্বর ২০২৫,
- ০৬:৪০ পিএম বেগম খালেদা জিয়ার সেই অটোগ্রাফ আর স্পর্শের অনুভূতি!
- ৩১ ডিসেম্বর ২০২৫, রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন
- ০৫:২৩ পিএম
- ৩১ ডিসেম্বর ২০২৫, জিয়া উদ্যানে খালেদা জিয়ার লাশ, চলছে দাফনের প্রস্তুতি
- ০৪:৩৪ পিএম
- ৩১ ডিসেম্বর ২০২৫, জিয়া উদ্যানে পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- ০৪:৩০ পিএম
- ৩১ ডিসেম্বর ২০২৫, খালেদা জিয়ার বক্তব্যে আপ্লুত জনতা যতক্ষণ বেঁচে থাকব,
- ০৩:৫৬ পিএম
- দেশবাসীকে ছেড়ে যাবো না

0 Comments