৭ ঘন্টা পর চালু হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

৭ ঘন্টা পর চালু হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
Spread the love

ঘন কুয়াশার কারণে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা।

এর আগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ৩টা ১৫ মিনিট থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, গত এক সপ্তাহের তুলনায় ঘন কুয়াশার পরিমাণ আজ বেশি হওয়ায় রাত সোয়া ৩টা থেকে শাহজালালে সব ধরনের ফ্লাইট বন্ধ রাখা হয়। আকাশ পরিস্কার হওয়ার পর বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে ফ্লাইট ওঠানামা শুরু হয়। 

এর আগে, গত ১৩ ও ১৪ জানুয়ারিও একই কারণে প্রায় ৬ ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *