ভালবাসার দিনেই কি বিয়ে করছেন নেহা কক্কর! ওইদিনই কি আদিত্য নারায়ণের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ছেন তিনি! সম্প্রতি এমন গুঞ্জনই শুরু হয়েছে বিভিন্ন মহলে।
বিষয়টি খুলেই বলা যাক তাহলে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি স্টেটাস শেয়ার করেন নেহা কক্কর। সেখানে তিনি নিজের একটি ছবি শেয়ার করে ১৪ ফেব্রুয়ারির কথা শেয়ার করেন। তবে ১৪ ফেব্রুয়ারি অর্থাত ভালবাসার দিনে দর্শকদের জন্য নেহা কী উপহার গুছিয়ে রেখেছেন, সে বিষয়ে খোলসা করে কিছু জানাননি অভিনেত্রী।
দেখুন নেহা কক্করের সেই পোস্ট…
১৪ ফেব্রুয়ারি আদিত্যকে বিয়ে করছেন নেহা কক্কর! কী বললেন উদিত নারায়ণ
