সৌদি আরবে চালু হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

সৌদি আরবে চালু হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম
Spread the love

দীর্ঘদিন পর অবশেষে সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষা কার্যক্রম চালু হতে যাচ্ছে।

প্রায় ২১ লাখ এর অধিক প্রবাসী বাংলাদেশি কাজ করছেন মরুময় এই দেশটিতে। যেসব প্রবাসী লেখাপড়া শেষ না করেই পাড়ি জমিয়েছেন জীবিকার তাগিদে, তাদের জন্য এই কার্যক্রম শুরু করতে যাচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সরকার যে কোর্সগুলো চালু করতে যাচ্ছে এগুলো হলো এসএসসি, এইচ এস সি, ব্যাচেলর অফ আর্টস, (বিএ) ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স, (বিএসএস) এবং মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)।
সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।রোববার এ সংক্রান্ত একটি ফরম ছেড়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এতে ভর্তিচ্ছু প্রবাসী বাংলাদেশিদের আগামী ২৫ জানুয়ারি শনিবার এর মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
আবেদনের জন্য দূতাবাস থেকে একটি ইমেইল আইডি Mohammed.bd.embassy@gmail.com দেওয়া হয়েছে। ফরম পূরণ করে এই মেইলে পাঠাতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *