ফেনী প্রতিনিধি: সাংবাদিকদের কল্যাণের স্বার্থে গঠিত সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ জানুয়ারি শনিবার রাতে সোনাগজী ফুড গার্ডেনে এ অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবদুল্লাহ রিয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমদু লিপটন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী পৌর মেয়র এড. রফিকুল ইসলাম খোকন, অনুষ্ঠানের উদ্বোধন করেন, সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও চরছান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে মোশারফ হোসেন মিলন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইনটেক প্রপার্টিজের ব্যবস্থাপনা সম্পাদক এম ফখরুল ইসলাম, ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এন এন জীবন, দৈনিক ইনকিলাব সোনাগাজী প্রতিনিধি জসিম উদ্দিন কাঞ্চন, বিএমএসএফ সোনাগাজী শাখার সভাপতি গাজী মোঃ হানিফ, নজরুল একাডেমি সোনাগাজী শাখার সভাপতি নুরুল আমিন পলাশ, সোনাগাজী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ।
সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন রিপন, জেলা ছত্রলীগের দপ্তর সম্পাদক বাদল, সমৃদ্ধ সোনাগাজী উন্নয়ন ফোরাম সভাপতি ইবরাহীম মোহাম্মদ শাকিল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন রানা।
উপস্থিত ছিলেন- দৈনিক প্রভাতি খবর প্রতিনিধি আফতাব হোসেন মমিন ভূঞা, দৈনিক একুশে সংবাদ ফেনী জেলা ব্যূরো মহিউদ্দিন খোকন, দৈনিক আজকালের খবর প্রতিনিধি ছালাহ্ উদ্দিন, দৈনিক দেশেরপত্র প্রতিনিধি এস এন আবছার সোহাগ, স্বদেশ প্রতিভা বিকাশ সাহিত্য সংগঠনের সভাপতি মাওঃ দেলোয়ার হোসেন মেহেদী, হাজীর মিষ্টি মেলার পরিচালক মোঃ রিয়াদ, জাতীয় সাপ্তাহিক গণবার্তার প্রতিনিধি সাহেদ সাব্বির, জার্নালিস্ট ভয়েস-৭১ প্রতিনিধি তাওহিদুল ইসলাম আদনান, পূর্বপশ্চিম বিডি প্রতিনিধি ইঞ্জিনিয়ার জাফর রুবেল, কলামিস্ট কমরেড আবু তাহের, কবি এমদাদুল হক সুজন, মুক্তিযোদ্ধা সন্তান আকবর হোসেন রিগ্যান, রিপোর্টার্স ইউনিটির সদস্য আবদুর রহিম রুবেল, মোঃ মুরাদ প্রমুখ।
সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির বর্ণাঢ্য অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত
