সাতক্ষীরায় শ্যামনগরে সুন্দরবন সংলগ্ন মাদার নদী থেকে নবাব আলী গাজী (৬৫) নামে বন বিভাগের কৈখালী স্টেশন অফিসের নৌযান চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
দ্ধার হওয়া নবাব আলী পুর্ব কৈখালী গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনে নৌযান চালকের কাজ করছিলেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতে সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শ্যামনগর থানা পুলিশ উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী এলাকার কোস্টগার্ড ক্যাম্পের সামনের পল্টুনে আটকে থাকা বনরক্ষীর পোশাক পরিধেয় অবস্থায় মৃত নবাব আলীর মৃতদেহ উদ্ধার করে।
পরে মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।