উত্তরের হিমেল হাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে শীতের তীব্রতা।
রোববার (১২ জানুয়ারি) পাবনার ঈশ্বরদী ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
কনকনে হাওয়ায় পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। রাস্তার পাশেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন অনেকে।
এদিকে তীব্র শীতে ছন্দপতন ঘটেছে ঝিনাদহের জনজীবনে। এছাড়া নওগাঁ ও দিনাজপুরের হিলিতে মাঠে শিশির কণা জমে ফসলের ক্ষতি হয়েছে। এতে লোকসানের দুঃশ্চিন্তায় কৃষকরা।
সর্বনিম্ন তাপমাত্রা ঈশ্বরদী-চুয়াডাঙ্গায়
