রাজধানীর শ্যামলীতে বেতন ভাতার দাবিতে সড়ক আটকে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল নয়টায় তারা মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
সবশেষ দুপুর ১২টা পর্যন্তও পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি প্রশাসন। পুলিশ জানায়, সড়কের দুই পাশে প্রায় ৭/৮শ’ শ্রমিক অবস্থান নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
জানা গেছে, ডায়নামিক গ্রুপের ক্রিয়েটিভ ফ্যাশনের সামনের সড়কে শ্রমিকরা অবস্থান নেন। এতে গাবতলী, কলেজগেট থেকে শুরু করে আসাদগেট পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের তীব্রতা ছড়িয়ে পড়ছে আশপাশের সড়কগুলোতেও। এই সড়কে বেশকয়েকটি বিশেষায়িত হাসপাতাল থাকায় রোগীরাও পড়েছেন চরম ভোগান্তিতে।