শিগগিরই অবসরে যাবেন মহেন্দ্র সিং ধোনী!

শিগগিরই অবসরে যাবেন মহেন্দ্র সিং ধোনী!
Spread the love

শিগগিরই হয়তো ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী। এমন ইঙ্গিত দিয়েছেন টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী। তবে ধোনী টি-২০ খেলা চালিয়ে যাবেন বলে মনে করেন ভারত কোচ।

বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায়ের পর, ভারত জাতীয় দলের হয়ে আর মাঠে নামেন নি মহেন্দ্র সিং ধোনী। ক্রিকেট থেকে আপাতত ছুটিতে আছেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। তবে তার জাতীয় দলে ফেরা নিয়ে নানা মহলে চলছে গুঞ্জন। ভারত দলের পরিকল্পনায় ধোনী আদৌ আছেন কি না, এ নিয়েও উঠেছে প্রশ্ন। 

তবে দলের কোচ শাস্ত্রী জানিয়েছেন, হয়তো কিছুদিনের মধ্যেই ওয়ানডে থেকেও অবসর নিবেন ধোনী। এরপর পুরো মনযোগ দিবেন টি-২০’তে। এ বছরেই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। রবি শাস্ত্রী ইঙ্গিত দিয়েছেন সেই দলে দেখা যেতে পারে ধোনীকে। তবে জুড়ে দিয়েছেন শর্ত। তার আগে আইপিএলে ভালো খেলতে হবে। ধোনীর পরিবর্তে টি-টোয়েন্টিতে উইকেট রক্ষকের ভূমিকা পালন করছেন রিশাব পন্ত। তরুণ এই ব্যাটসম্যান, ব্যাট হাতে খুব একটা ভালো করছেন না বলেই অনেকেই ধোনীকে দেখতে চাইছে টি-২০ দলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *