র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত
Spread the love

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন রোহিঙ্গা নিহত হয়েছে। র‌্যাবের দাবি নিহতরা মাদক ব্যবসায়ী।

বুধবার (১৫ জানুয়ারি) ভোর রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন আব্দুল হাসিম ও মো. আইউব। দুজনই রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাসিন্দা।

কক্সবাজারের হোয়াইক্যংস্থ র‌্যাব-১৫ হোয়াইট অ্যাপ বার্তায় জানান, বুধবার ভোররাতে টেকনাফ উপজেলার শামলাপুর এলাকায় টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে র‌্যাবের সাথে গুলি বিনিময়কালে রোহিঙ্গা মাদক ব্যবসায়ী আব্দুল হাসিম এবং মো. আইউব নিহত হয়।

এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *