প্রথমবারের মতো ‘ব্লাড’ শিরোনামের একটি ছবিটি এক সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন ‘রক্ত’ খ্যাত চিত্রনায়ক রোশান ও ‘অগ্নিকন্যা’ খ্যাত চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিনেমাটি নির্মাণ করবেন পরিচালক ওয়াজেদ আলী সুমন। বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক রোশান নিজেই ।
রোশান বলেন, ‘এর আগে ওয়াজেদ আলী সুমন ভাইয়ের ‘রক্ত’ সিনেমায় অভিনয় করেছি। সেই সিনেমাটিতে আমার অভিনয় প্রশংসিত হওয়ার পর আবারও তার সিনেমায় কাজের কথা হয়েছে। মৌখিকভাবে রাজি হয়েছি। এখনো অফিসিয়ালি চুক্তিবদ্ধ হইনি।’
রোশান অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। অনন্য মামুনের পরিচালনায় ‘মেকআপ’ ও নাদের চৌধুরী পরিচালিত ‘জ্বিন’। এছাড়া রোশান কাজ করছেন সাঈফ চন্দনের ‘ওস্তাদ’, অনন্য মামুনের ‘সাইকো’ ছবিতে এবং অপূর্ব রানা পরিচালিত ‘উন্মাদ’ ছবিতে।