রেকর্ড গড়ার পথে মোস্তাফিজকে টপকে গেলেন বুমরাহ

রেকর্ড গড়ার পথে মোস্তাফিজকে টপকে গেলেন বুমরাহ
Spread the love

চার মাসের চোট কাটিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেই রেকর্ড গড়েছেন জসপ্রিত বুমরাহ। রবীন্দচন্দ্রন অশ্বিন ও যুজুবেন্দ্র চাহালকে টপকে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির মাইলস্টোন ছুঁয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার।

শুক্রবার (১০ জানুয়ারি) পুনেতে শ্রীলংকার বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দানুশকা গুলাতিলাকে সাজঘরে ফিরিয়ে এই রেকর্ড গড়েন বুমরাহ। 

লংকানদের বিপক্ষে বল হাতে নেওয়ার আগে ৫২ উইকেট নিয়ে অশ্বিন-চাহালের সঙ্গে একই তালিকায় ছিলেন তিনি। ৪৫ টি-টোয়েন্টিতে ৫৩ উইকেট নিয়ে বুমরাহ একই সঙ্গে টপকে যান ৫২ উইকেটের মালিক মোস্তাফিজুর রহমান, সুনীল নারাইন ও ডোয়াইন ব্রাভোকে। ৩৭ ম্যাচে ৫২ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। 

টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটের মাইলস্টোন গড়লেও শীর্ষ উইকেট শিকারীদের তালিকায় অনেক পিছিয়ে বুমরাহ। ৮২ ম্যাচে ১০৬ উইকেট নিয়ে সবার শীর্ষে লাসিথ মালিঙ্গা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *