কুমিল্লা সদর দক্ষিন উপজে’লার মোস্তফাপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে কুমিল্লা জে’লা পরিষদের সদস্য ও মুরাদনগর উপজে’লা যুবলীগের সভাপতি খাইরুল আলম সাধন এর লা’শ উ’দ্ধার করেছে সদর দক্ষিন থা’না পু’লিশ।
নগরীর ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর এম’দাদ উল্লাহ জানান, লোক মাধ্যমে খবর পেয়ে ওই এলাকা গিয়ে রাস্তার পাশে একটি ম’রদেহ দেখতে পাই। পরে সদর দক্ষিন থা’না পু’লিশকে খবর দিলে পু’লিশ লা’শ উ’দ্ধার করে। নি’হত খাইরুল আলম সাধন মুরাদনগর উপজে’লার ভুবনগর গ্রামের সুলতান মাহমুদের ছেলে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুণ
সদর দক্ষিণ মডেল থা’নার কর্মক’র্তা ওসি নজরুল ইস’লাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোস্তফাপুর এলাকায় রাস্তার পাশে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা দুপুর ২টায় লা’শটি পাওয়া যায়।
তার মুখে এবং চোখে আ’ঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়না ত’দন্তের জন্য লা’শটি ম’র্গে পাঠানো হবে।
কুমিল্লা অ’তিরিক্ত পু’লিশ সুপার (দক্ষিন সার্কেল) মোঃ আবদুল্লাহ্ আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পু’লিশ লা’শ উ’দ্ধার করে ময়নাত’দন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা হবে।