যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে ৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) যুক্তরাষ্ট্রে আলাবামা, লুসিয়ানা এবং টেক্সাস প্রদেশে ঝড়ের সঙ্গে প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাতে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, ঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে প্রায় হাজার খানেক মানুষ অন্ধকারে আছে। এছাড়া ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেক বাড়ি-ঘর ও রাস্তা-ঘাট।
এর আগে শনিবার কয়েকটি টর্নেডো আঘাত হানতে পারে বলে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্রের আবহাওয়া অধিদফতর। এর মধ্যে আলাবামা প্রদেশ সবচেয়ে ঝুঁকিতে ছিল বলে জানায় তারা। ঝড়ে যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমের কিছু অংশে প্রবল তুষারপাত হয়েছে। যার ফলে শিকাগোর দুটি বিমানবন্দরের প্রায় শ’খানেক ফ্লাইট বাতিল করা হয়েছে।