ময়মনসিংহে মা-মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

ময়মনসিংহে মা-মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
Spread the love

ময়মনসিংহে পারিবারিক কলহের জেরে মা-মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। আহত আরেক মেয়েকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে নিহত গৃহবধূর স্বামী শাহিন। এ ঘটনায় জড়িতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। 

তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। 

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের স্কলাস্টিক মডেল স্কুল থেকে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মেয়ে নাফিয়াকে মায়ের অসুস্থতার কথা বলে বাসায় নিয়ে আসে বাবা শাহিন। একই কথা বলে বড় মেয়ে সাদিয়াকে তার স্বামীর বাড়ি থেকে আসতে বলে সে। 

এদিন সন্ধ্যায় নগরীর ঘুন্টি এলাকায় বাবার বাড়ি পৌঁছে মা ও ছোটবোনের মরদেহ পড়ে থাকতে দেখেন সাদিয়া। এ সময় তাকেও শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায় বাবা শাহিন। সাদিয়ার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে ময়মসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

এ ঘটনায় জড়িত শাহিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহত শিশু নাফিয়ার স্কুল শিক্ষক ও এলাকাবাসী। 

 ময়মনসিংহ স্কলাস্টিক মডেল স্কুলের পরিচালক মনজের ইসলাম বাবু জানান, এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।