বিশ্বকাপ জয়ী যুবাদের বরণে প্রস্তুত বিসিবি

বিশ্বকাপ জয়ী যুবাদের বরণে প্রস্তুত বিসিবি
Spread the love

দেশে ফিরছে যুব বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। বুধবার বিকেল ৪টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে ইয়াং টাইগারদের বিমান।

বিশ্ব চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যুবাদের আগমন উপলক্ষে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে হোম অব ক্রিকেটের আঙিনা।

আলোকসজ্জায় সজ্জিত হয়েছে ভবনগুলো। লাগানো হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ী দলের সদস্যদের ছবি সংবলিত বিশাল সব ব্যানার।

বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানাতে যাবেন স্বয়ং বোর্ড সভাপতি। পরে বিসিবি কার্যালয়ে রয়েছে আরো কিছু আয়োজন।