বাংলাদেশে পুরুষাঙ্গের সফল প্রতিস্থাপন

বাংলাদেশে পুরুষাঙ্গের সফল প্রতিস্থাপন
Spread the love

ধান ভাঙার সময় বড় দুর্ঘটনার শিকার হন সিলেটের কৃষক হাফিজ মিয়া। চলন্ত মেশিনে আটকে ছিঁড়ে যায় তার পুরুষাঙ্গ। তবে বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি। হাফিজ মিয়ার পুরুষাঙ্গ সফলভাবে প্রতিস্থাপন করেছে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের চিকিৎসকরা।

মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুর ১টা থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত টানা সাড়ে পাঁচ ঘণ্টার অস্ত্রোপচারে তার পুরুষাঙ্গ জোড়া লাগানো হয়।

অস্ত্রোপচার করেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক ডা. আব্দুল মান্নান। সহকারী হিসেবে তার সঙ্গে ছিলেন প্লাস্টিক সার্জারি, সার্জারি ও ইউরোলজি বিভাগের অন্যান্য চিকিৎসক ডা. পল্লব, পম্পি, এহসান, সুমিত, আশরাফ, মামুন। অ্যানেস্থেশিয়ায় ছিলেন ডা. শরীফ ও তার দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *