প্রযোজক আমাকে বিবস্ত্র হতে বলেছিলেন

প্রযোজক আমাকে বিবস্ত্র হতে বলেছিলেন
Spread the love

৬৫ বছর বয়সী এক চলচ্চিত্র প্রযোজকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বলিউডের পরিচিত মুখ মডেল-অভিনেত্রী মল্লার রাঠৌর।

সম্প্রতি এক সংবাদ সংস্থাকে মল্লার জানান, ২০০৮ সালের ঘটনা। তখন তিনি টিনএজার। সবে ক্যারিয়ার শুরু করেছেন। মুম্বাইয়ে ছোটখাট ব্রেকও মিলছে তার। এমনই সময় ডাক পান বলিউডের মোটামুটি পরিচিত এক প্রযোজকের কাছ থেকে। চোখে একরাশ স্বপ্ন মল্লারের। কিন্তু দেখা করতে গিয়েই তাকে পড়তে হয় এক অবাঞ্ছিত পরিস্থিতিতে।

মল্লার জানান, রোল দেয়ার অজুহাতে ওই প্রযোজক মল্লারের শ্লীলতাহানির চেষ্টা করতে থাকেন। শুধু তাই নয় সুযোগ পেতে গেলে মল্লারকে নাকি বিবস্ত্র হতে হবে, সেই শর্তও দিয়েছিলেন সেই ব্যক্তি। মল্লারের কথায়, উনি বলেন আমার জন্য একটি চরিত্র উনি ভেবেছেন। একই সঙ্গে এও বলেন চরিত্রটি করতে গেলে আমায় টপ খুলে ফেলতে হবে। যদিও সেই প্রযোজকের নাম উল্লেখ করেননি মল্লার।

ঘটনার আকস্মিকতায় খুবই ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। কী করবেন কিছুই বুঝতে পারেননি প্রথমে, জানিয়েছেন অভিনেত্রী নিজেই। এখন অবশ্য বলিউডে বেশ ভালই পরিচিত লাভ করেছেন মল্লার। বেশ কিছু ওয়েবসিরিজ ছাড়াও বিজ্ঞাপন জগতের তিনি বেশ পরিচিত মুখ। বিভিন্ন ধরনের নামজাদা প্রসাধনী ব্র্যান্ডের ‘ফেস’ হিসেবে প্রায়শই দেখা যায় তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *