প্রবাসীদের বিমানবন্দরে কোন রকম হয়রানি করা হলে কল করুন 01712207227 (RAB এর নির্বাহী ম্যজিস্ট্র্যাট জনাব সারওয়ার আলম)

প্রবাসীদের বিমানবন্দরে কোন রকম হয়রানি করা হলে কল করুন 01712207227 (RAB এর নির্বাহী ম্যজিস্ট্র্যাট জনাব সারওয়ার আলম)
Spread the love

প্রবাসীদের বিমানবন্দরে কোন রকম হয়রানি করা হলে কল করুন 01712207227 (RAB এর নির্বাহী ম্যজিস্ট্র্যাট জনাব সারওয়ার আলম) অহেতুক বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি করলে বা অন্য কোথায় হয়রানির শিকার হলে প্রয়োজনিয় ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন র‌্যাবের নির্বাহী ম্যজিস্ট্র্যাট জনাব সারওয়ার আলম। প্রবাসীদের আয়োজনে একটি অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রয়োজনে সরাসরি আমার মুঠোফোন নাম্বারে কল অথবা মেসেজের মাধ্যমে হয়রানির শিকার প্রবাসীরা অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। ওনি আরো বলেন আমাকে কল দিবেন। কল না ধরলে ম্যাসেজ দিয়ে রাখবেন। আমি পরদিন কল দিব বা তার পর দিন কল দিব। যে কোন সমস্যা হলে তা রেকর্ড করে রাখবেন। আমাকে দিবেন। আমি ব্যাবস্থা নিব।