আজও কুয়াশার চাদরে ঢাকা হিলিসহ এর আশপাশের এলাকা। গতকাল থেকে মেলেনি সূর্যের দেখা। ঘর থেকে বেরোলেই শরীরে কাঁপন ধরায়। পৌষের শেষে দাপুটে শৈত্যপ্রবাহ ও হাড়কাঁপানো হিমেল হাওয়ায় নাস্তানাবুদ হয়ে পড়েছে সীমান্তবর্তী এলাকার জনজীবন।
আর এতে করে বেশি দুর্ভোগে পড়তে হচ্ছে হতদরিদ্র পরিবারগুলোকে। প্রচন্ড শীত ও শৈত্যপ্রবাহের কারণে কাজের সন্ধানে বের হতে পারছে না শ্রমজীবীরা, পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।
আজ সোমবারও (১৩ জানুয়ারি) মহাসড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। কর্মজীবী, দিনমজুর, ছিন্নমূল মানুষ ও পথশিশুরা পড়েছে চরম বিপাকে। থাকার জায়গা ও গরম পোশাকের অভাবে কষ্ট বেড়েছে তাদের। অসুখ-বিসুখে আক্রান্ত হওয়ার হারও বেড়েছে।
এদিকে হঠাৎ শীত বেড়ে যাওয়ায় ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। হাসপাতালসহ স্বাস্থ্য কেন্দ্রগুলোতে প্রতিদিন বাড়ছে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা।