নিষেধাজ্ঞা শেষে আবারো ক্রিকেটে ফিরে ভক্তদের আস্থার প্রতিদান দিতে চান সাকিব আল হাসান। রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে সাকিব’স সেভেন্টি ফাইভ রেস্টুরেন্টের দ্বিতীয় শাখা উদ্বোধনের সময় এ কথা জানান সাকিব। এ সময় রেস্টুরেন্টের অংশীদার ইমরুল কায়েসের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রতি শুভকামনা জানান তিনি।
গত ২৯ অক্টোবর আইসিসির দুর্নীতি বিরোধী নিয়ম লঙ্ঘনের অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞার মধ্যেই রোববার সন্ধ্যায় নিজের রেস্টুরেন্ট সাকিবস সেভেন্টি ফাইভ উদ্বোধন করতে আসেন সাকিব। রেস্টুরেন্টের পরিচালকদের সঙ্গে এই অলরাউন্ডারকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। এ সময় রেস্টুরেন্টের অংশীদার ইমরুল কায়েসও ছিলেন। যেখানে অতিথি হয়ে আসেন সতীর্থ সাব্বির রহমান। সবমিলিয়ে ছোট্ট পরিসরে এ আয়োজনটি বেশ উপভোগ করেন আমন্ত্রিত সাকিবের ভক্তরা।
ক্রেতাদের জন্য রেস্টুরেন্টের এক পাশে বোলিং শো-মেশিনের ব্যবস্থা রয়েছে। বোলিং শো মেশিনে নিজের বলে কিছু সময় ব্যাট করে সময় কাটান সাকিব আল হাসান। এরপর সবাইকে নিয়ে কেক কেটে সাকিব সেভেন্টি ফাইভের ধানমন্ডি শাখা উদ্বোধন করেন সাকিব।
নিষেধাজ্ঞা থাকায় সময়টা কেমন কাটছে সাকিবের? সাংবাদিকদের এমন বেশকটি প্রশ্নের জবাব অনেকটাই হাসির ছলে এড়িয়ে যান সাকিব আল হাসান।
তবে ভক্তদের জন্য একটি বার্তা দেন সাকিব। নিষেধাজ্ঞা শেষে আবারো ক্রিকেটে ফিরলে ভক্তদের আস্থার প্রতিদান দিতে চান তিনি। সাকিব বলেন, কিছু জিনিস সাসপেন্স থাকা ভালো। তারা (ভক্তরা) যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে এসেছেন যেন সেইভাবে সাপোর্ট দেন। এবং তার প্রতিদান আমি দেয়ার চেষ্টা করবো।
সাকিব ও ইমরুলের যৌথ মালিকানায় সাকিবস সেভেন্টি ফাইভ রেস্টুরেন্ট। তাইতো বিপিএলে ইমরুলের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রতি শুভ কামনা জানান সাকিব।
সাকিব আরো বলেন, বিপিএলে ভালো সময় পার করছেন। কালকে তার আরেকটি ম্যাচ রয়েছে আশাকরি সেখানে ইমরুল ভালো কিছু করবে। সেই সাথে টুর্নামেন্টে সে যেন সবচেয়ে বড় রান সংগ্রাহক হয়।
রেস্টুরেন্টের প্রতিটি কর্ণারে সাকিবের ছবির পাশাপাশি শোকেজে ব্যাট,বল,প্যাড ও হেলম্যাটের সমারহ ছিল চোখে পড়ার মতো।