ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা। সকাল থেকেই ঢাকার দুই সিটিতে বিভিন্ন দলের প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মাঠে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকা উত্তরে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম সকালে রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় ভোটারদের দুয়ারে দুয়ারে তিনি নৌকার পক্ষে ভোট চান।
উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আওয়াল রাজধানীর পান্থপথ থেকে নির্বাচনী প্রচার শুরু করেন। সারাদিন বিভিন্ন এলাকায় গণসংযোগ করবেন তিনি।
এছাড়া ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে আজকের দিনের নির্বাচনী প্রচার শুরু করেছেন।
এরপর আজিমপুর ও লালবাগ এলাকায় দিনভর ভোট চাইবেন ব্যারিস্টার তাপস।
রাজধানীর যাত্রাবাড়ির দয়াগঞ্জ এলাকায় সকাল ১১টা থেকে গণসংযোগ শুরু করেন দক্ষিণের বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন।