টি-২০ বিশ্বকাপে দল বাড়ানোর পরিকল্পনা করেছে আইসিসি। চলতি বছর অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেখানে অংশ নেবে ১৬টি দল। ২০২১ সালে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভবিষ্যতে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ২০ করার কথা ভাবছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
২০২৩-২০৩১ ক্রিকেটীয় ক্যালেন্ডারে আইসিসি যেসব পরিবর্তন আনতে চায় তারই একটি বিশ্বকাপে দল বাড়ানো। নতুন ক্যালেন্ডারে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৪ সালে। সেই আসরেই দেখা যেতে পারে ২০টি দল। সেক্ষেত্রে মোট চারটি গ্রুপে পাঁচটি করে দলকে রেখে শুরু হতে পারে বিশ্বকাপের মূল পর্ব।
আইসিসির এই পরিকল্পনা বাস্তবায়িত হলে স্বাভাবিকভাবেই তা সহযোগী দেশগুলোর জন্য বড় সুখবর হবে।