ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ঘিরে প্রচারণার মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা।
ঢাকা উত্তরের আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম নানা প্রতিশ্রুতি নিয়ে হাজির হচ্ছেন ভোটারের দ্বারে দ্বারে। মেয়র হিসেবে তার স্বল্প সময়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী দিনে উন্নত ঢাকা উপহার দেয়ার প্রতিশ্রুতি তার কণ্ঠে। একইভাবে ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস ছু্টে বেড়াচ্ছেন দক্ষিণের অলিগলিতে। নানা প্রস্তুতিসভায় অংশ নিয়ে প্রথমবার তাকে মেয়র হিসেবে বেছে নেযার আহ্বান জানাচ্ছেন। থেমে নেই বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীরাও।
প্রথমবার মেয়র নির্বাচনে অংশ নিয়ে দক্ষিণের প্রার্থী ইশরাক হোসেন দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। একইভাবে উত্তরের প্রার্থী তাবিথ আউয়াল সভা সমাবেশে অংশ নিয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন উন্নয়নের। তবে বিএনপির দুজন প্রার্থীর কণ্ঠেই রয়েছে নির্বাচনের কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ।
ঢাকার অলিগলি চষে বেড়াচ্ছেন মেয়র প্রার্থীরা
