২০ ফেব্রুয়ারি- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরে তার সঙ্গে দেখা করার সুযোগ পেতে ভারত সরকারের কাছে আহ্বান জানিয়েছেন বুশা কৃষ্ণা নামের তার এক গোড়া ভক্ত।
তেলেঙ্গানার জনগাঁওয়ের ওই বাসিন্দা ট্রাম্পের মূর্তি গড়ে নিয়মিত তাতে পূজা দেন।-খবর এনডিটিভির
তিনি বলেন, আমি চাই– ভারত-মার্কিন সম্পর্ক জোরদার হোক। ট্রাম্পের দীর্ঘ জীবন কামনা করে প্রতি শুক্রবার আমি উপোস থাকি। কোনো কাজে বের হওয়ার আগে তার পূজা করি এবং তার ছবি নিয়ে চলি। আমি তার সঙ্গে দেখা করতে চাই। সরকার যেন আমার ইচ্ছাকে বাস্তবায়ন করে, সেটিই আমার কামনা।
বুশা কৃষ্ণা কেবল তার ভক্তই নয়, তিনি মার্কিন প্রেসিডেন্টের এক পূজারি। বাড়িতে ট্রাম্পের ছয় ফুটের একটি মূর্তি বসিয়ে তাতে নিয়মিত পূজা করেন এই ভারতীয়।
তিনি আরও জানান, ট্রাম্প আমার কাছে দেবতার মতো। যে কারণে তার একটি পূর্তি স্থাপন করেছি। এই পূর্তি বানাতে এক মাস সময় লেগেছে। ১৫ শ্রমিক এটি নির্মাণে কাজ করেছেন।
ট্রাম্পের অত্যধিক ভক্তির কারণে গ্রামের লোকজন তাকে ট্রাম্প কৃষ্ণা বলেও ডাকেন। আর তার বাড়িটি ট্রাম্প হাউস নামেও পরিচিতি পেয়েছে।