জানা গেল সেই প্রমোদতরীর ৫০০ যাত্রীর অবস্থা

জানা গেল সেই প্রমোদতরীর ৫০০ যাত্রীর অবস্থা
Spread the love

জাপানের ‘ডায়মন্ড প্রিন্সেস’ প্রমোদতরীকে করোনা ভাইরাসের আখড়া হিসেবে খবর প্রকাশিত হয়েছিল। ওই তরীতে থাকা ৫০০ যাত্রীকে নামতে দেয়া হয়নি। কিন্তু সেখানে থাকা সব যাত্রীই সুস্থ আছেন। ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার পর তারা নামতে শুরু করেছেন।

প্রমোদতরীটির পরিচালনা কর্তৃপক্ষ ও জাপানি কর্মকর্তারা বুধবার (১৯ ফেব্রুয়ারি) ‘অল ক্লিয়ার’ ছাড়পত্র পাওয়া যাত্রীদের জাহাজ ছেড়ে নেমে আসার অনুমতি দিয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।

এর আগে করোনাভাইরাস আতঙ্কের মাঝে জাপানের ইয়োকোহামা বন্দরে ১৪ দিন কোয়ারেন্টিনে ছিল পুরো জাহাজটি। জাহাজের মধ্যে থাকা প্রায় ৫০০ যাত্রীকে নিয়ে এ পরিস্থিতি সৃষ্টি হয়।

জাহাজটি নিয়ে সমস্যা দেখা দেয় গত চলতি মাসের প্রথম দিকে। ৩ হাজার ৭০০ যাত্রী নিয়ে প্রমোদতরীটি ইয়োকোহামা বন্দরে যায়। কিন্তু এর মধ্যে ৫৪২ জন করোনায় আক্রান্ত হয়। এই জাহাজে ৫০টিরও বেশি দেশের লোক ছিল। ফলে জাহাজটি বিশ্বব্যাপী সংক্রমণ ছড়ানোর উৎস হয়ে উঠার শঙ্কা দেখা দেয়। জাহাজ থেকে অনেকে নেমে যায়। বাকী ৫০০ জনের সবাই শেষ পর্যন্ত সুস্থ রয়েছে।