জ’বাইয়ের আগে কসাইয়ের কাছে প্রা’ণভিক্ষা চাইছে গর্ভবতী মহিষ !

জ’বাইয়ের আগে কসাইয়ের কাছে প্রা’ণভিক্ষা চাইছে গর্ভবতী মহিষ !
Spread the love

হতভাগা মহিষটি হাঁটু গেড়ে পথেই বসে পড়ে – অবুঝ হলেও প্রা’ণ হারানোর ভয় মানুষের মত অনুভূত হয় চতুষ্পদী প্রাণীদেরও। এমনটাই প্রমাণিত হল মহিষের একটি ভিডিওতে যা এখন সোশ্যাল মিডিয়ার রীতিমতো ভাইরাল।

চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে মর্মস্পর্শী এই ভিডিওটি তাৎক্ষণিক হাজার হাজার মানুষ দেখেন। এরপর পরই ভিডিওটি ৭ মিলিয়ন মানুষের কাছে পৌঁছে যায়।

ভিডিওতে দেখা গেছে, মহিষটিকে জ’বা’ই’য়ে’র উদ্দেশে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন দু-তিনজন ব্যক্তি। পাশেই দাঁড় করানো একটি ট্রাকে করে একে নিয়ে যাওয়া হবে কসাইখানাতে। ব্যাপার বুঝে যায় হতভাগা মহিষটি। হাঁটু গেড়ে পথেই বসে পড়ে সে।

তাকে সেখান থেকে জোরপূর্বক তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন কসাইরা। এ সময় মহিষটির ভঙ্গি দেখে মনে হয়, প্রা’ণ বাঁ’চ’তে কসাইদের কাছে মিনতি করছে সে। তার চোখ ছলছল করছে। নেটিজেনদের কৌতূহল, শেষ পর্যন্ত কি মহিষটির এই করুণা ভি’ক্ষা কসাইদের মন ভিজিয়েছিল? প্রা’ণ রক্ষা পেয়েছিল তার?

ডেইলি মেইলসহ বিভিন্ন আর্ন্তজাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, কসাইয়ের দয়ায় জ’বা’ই’য়ে’র হাত থেকে অবশেষে রক্ষা পেয়েছে সেই মহিষ। ভা’ই’রা’ল সেই ভিডিওর ঘটনাটি ঘটেছে রোববার চীনের গুয়াংডং প্রদেশের শান্টাউতে। মহিষকে জ’বা’ই’য়ে’র আগেই নেট দুনিয়ায় ভিডিওটি ভা’ই’রা’ল হয়ে যাওয়ায় প্রাণে বেঁ’চে গেল মহিষটি।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভিডিওটি দেখার পর স্থানীয়দের অনেকেই ওই কসাইখানায় এসে ভিড় জমায় এবং মহিষটিকে না মা”র”তে অনুরোধ জানায়। এরপরই একে জ’বা’ই’য়ে’র সিদ্ধান্ত থেকে পিছিয়ে যায় কসাইখানাটির কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *