চুরির অভিযোগে পায়ুপথে পেট্রোল ঢেলে মারধর

চুরির অভিযোগে পায়ুপথে পেট্রোল ঢেলে মারধর
Spread the love

৫০০ টাকা চুরির অভিযোগে দুই সহোদরকে উলঙ্গ করে পেটানো হয়েছে। ভারতের রাজস্থানের নাগৌর এলাকার এক পেট্রোল পাম্পের সাম্প্রতিক ওই ঘটনার পর ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দলিত ওই দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা ৫০০ টাকা চুরি করেছেন। এর খবর ছড়িয়ে পড়ার পর পেট্রোল পাম্পটির কর্মীরা তাদের উলঙ্গ করে মারধর করেন। পায়ুপথে পেট্রোল ঢেলে দেয়া ছাড়াও মারা হয় চেয়ার-টুল দিয়ে। ওই ঘটনার ভিডিও কিছু সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া।

ওই ভিডিও নজরে আসার পরই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। গ্রেফতার করা হয় ছয়জনকে।

এ বিষয়ে পুলিশ কর্মকর্তা রাজপাল সিং জানান, দুই দলিত ভাইকে মারধরের অভিযোগ গ্রেফতার হওয় ওই ছয়জনের বিরুদ্ধে এআইআর দায়ের হয়েছে। ঘটনার তদন্ত চলছে।