চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, প্রতিবেশী আটক

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, প্রতিবেশী আটক
Spread the love

হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকায় চকলেটের প্রলোভন দেখিয়ে ৮ বছরের এক শিশুকে ধষর্ণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) অসুস্থ অবস্থায় শিশুটিকে রাত ১২টায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে সকালে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনার ভোরে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী শাহিন মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, প্রতিদিনের মতো সকালে ওই শিশুর বাবা-মা তাকে ঘরে একা রেখে কাজে চলে যায়। এ সুযোগে প্রতিবেশী শাহীন মিয়া চকলেটের প্রলোভন দেখিয়ে তার নিজ ঘরে নিয়ে যায় শিশুটিকে। পরে দরজা বন্ধ করে মুখে কাপড় দিয়ে তাকে ধর্ষণ করে অসুস্থ অবস্থায় তাদের ঘরে রেখে যায়। সন্ধ্যায় কাজ শেষে বাবা-মা বাড়ি ফিরলে শিশুটি ধর্ষণের ঘটনা তাদের জানায়।

পরে এলাকাবাসীর সহযোগিতায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত শাহীন ওই গ্রামের ভাড়াটিয়া বাসিন্দা। এ ব্যাপারে হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রথীন্দ্র দেব জানান, শিশুটিকে চিকিৎসা দেয়া হচ্ছে। আজ দুপুরে তার ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পরে দেয়া হবে।

হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক মিয়া জানান, আমরা শাহীন মিয়া নামে একজনকে আটক করেছি। তবে এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি।