রাজধানীর তেজগাঁও থা*নার পাশের সড়কে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মেয়ের মৃ’ত্যু হয়েছে। এই ঘটনায় আ’হত বাবা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার বেলা চারটার দিকে এই দুর্ঘ’টনা ঘটে। শি’শুটির লা’শ হাসপাতালটির ম’র্গে রয়েছে।
মা’রা যাওয়া ওই শি’শুর নাম ফারজানা (১০)। তাঁর বাবার নাম মিজানুর রহমান। তিনি গাজীপুরে জামেয়া রহমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ।
পু’লিশ জানায়, দেওয়ান পরিবহনের ওই বাসটি বিশ্বরোড থেকে আজিমপুরে যাওয়ার পথে এই দুর্ঘ’টনা ঘটে। দুর্ঘ’টনার পর গাড়িচালক বাস থামিয়ে তেজগাঁও থা*নায় গিয়ে হাজির হন। ওই চালকের নাম সোহেল রানা।
তেজগাঁও থা*নার পরিদর্শক (ত’দন্ত) কামাল উদ্দিন বলেন, শি’শুটি তাঁর বাবার সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিল। মোটরসাইকেল ও গাড়িটি বিজয় সরণিতে ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো ছিল। সিগন্যাল ছাড়ার সঙ্গে সঙ্গে গাড়ি ও মোটরসাইকেল দ্রুত গতিতে ছুটে। একপর্যায়ে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে বাবা-মে মাটিতে পড়ে যান। পরে গাড়িটি শি’শুর ওপর দিয়ে চলে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী একটি শো রুমের ট্রেইনি অফিসার মো. শাহীন ইয়াসির সাকিব প্রথম আলোকে বলেন, মোটরসাইকেল চালক সড়কের ডানপাশ ঘেঁষে যাচ্ছিলেন। তাঁর ঠিক পেছনেই ছিল গাড়িটি। মোটরসাইকেল চালক লেন পরিবর্তন করতে গেলে গাড়ির সঙ্গে ধাক্কা লেগে দুজনে পড়ে যান। পরে গাড়ির পেছনের ডান পাশের চাকা শি’শুটির মাথা পিষ্ট করে চলে যায়। আ’হত হলেও অল্পের জন্য গাড়ির চাকার নিচে পড়া থেকে বেঁচে গেছেন শি’শুটির বাবা।