উইকেটের আচরণে অবাক হয়েছিলেন মাহমুদউল্লাহরা

উইকেটের আচরণে অবাক হয়েছিলেন মাহমুদউল্লাহরা
Spread the love

খালি চোখে দেখে ফ্ল্যাট মনে হওয়ায়, টস জিতে ব্যাটিং নিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু দুই ওপেনারের মন্থর শুরুর পর বাকি ব্যাটসম্যানরাও তুলতে পারেননি ঝড়। ম্যাচ শেষে অন্তত ১৫ রান কম করার আক্ষেপ করে বাংলাদেশ অধিনায়ক জানালেন, উইকেটের আচরণে অবাক হয়েছিলেন তারা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুক্রবার (২৪ জানুয়ারি) আগে ব্যাট করে বাংলাদেশ করেছিল ১৪১ রান। ৩ বল আগে ওই রান তাড়া করে ৫ উইকেটে জিতেছে পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শুরুতে এগিয়েও গেছে তারা।

ম্যাচ শেষ হারের ব্যাখ্যা দিতে এসে বাংলাদেশ অধিনায়ক আভাস দিলেন গাদ্দাফির বাইশ গজের হাবভাব পড়তে ভুল করেছিলেন তারা, ‘ভালোই লড়াই হলো। উইকেট ছিল অবাক করা। বল পুরনো আর নরম হয়ে এলে শট খেলা ছিল কঠিন।’

এই রান নিয়েও খেলা শেষ ওভারে নিতে পারায় বোলারদের বাহবা দিচ্ছেন মাহমুদউল্লাহ। তার কণ্ঠে ঝরছে অন্তত ১৫ রানের আক্ষেপ, ‘বোলাররা তবু ভালোই করেছে। আমরা অন্তত ১৫ রান কম করেছি, বেশ কিছু সহজ বাউন্ডারিও দিয়ে দিয়েছি। আমরা কিছু রান আউটের সুযোগ হারিয়েছি, কিছু ক্যাচ নিতে পারিনি। পরের দুই ম্যাচের দিকে তাকিয়ে আছি।’

সিরিজের আশা বাঁচিয়ে রাখতে খুব বেশি সময় পাচ্ছে না বাংলাদেশ। আগামীকাল শনিবারই একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে নামবে মাহমুদউল্লাহর দল। সোমবারের শেষ ম্যাচকে ফাইনালে রূপ দিতে এই ম্যাচে তাই জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

About The Author