ইহুদীদের বাধা ভেঙ্গে আল-আকসা ম’সজিদে জুমা আদায় করল ৪০ হাজার মু’সল্লি

ইহুদীদের বাধা ভেঙ্গে আল-আকসা ম’সজিদে জুমা আদায় করল ৪০ হাজার মু’সল্লি
Spread the love

পবিত্র ম’সজিদ আল-আকসা ও ফিলি’স্তিনিদের রক্ষার্থে খুব শিগগির বিশ্বব্যাপী আ’ন্দোলন গড়ে তোলার জন্য বিশ্ব মু’সলিমকে আহ্বান জানিয়েছেন ম’সজিদের খতিব শায়েখ ইসমাইল নুওয়াহাজাহ।

শুক্রবার ব্যাপক-বাধা নিরাপত্তা তল্লা’শি সত্ত্বেও ৪০ হাজার মু’সল্লি জুমা আদায় করতে আল-আকসায় উপস্থিত হয়েছিলেন। জুমায় আগত ৪০ হাজার মু’সল্লির উদ্দেশে দেয়া খুতবায় তিনি এই আহ্বান জানান। খবর আনাদলু আরবির।

জুমা’র খুতবায় শায়খ ইসমাইল বলেন, মু’সলমানরাই আল-আকসার প্রকৃত মালিক। ইহুদিবাদীরা আল-আকসা ও জেরুজালেমে মু’সলমানদের ওপর যে ঘৃণ্য হা’মলা অব্যাহত রেখেছে, এটা গোটা বিশ্বের মু’সলিম’দের ওপর হা’মলা ও নি’র্যাতনের শামিল।

শান্তি ও শান্ত পরিস্থিতি ফিরে পেতে দ্রুত আল-আকসা রক্ষা আ’ন্দোলন জো’রদারের কোনো বিকল্প নেই। তিনি বলেন, দখলদাররা সব মাধ্যম এবং পদ্ধতি অবলম্বন করে জেরুজালেমকে মু’সলিমশূন্য করার ষড়যন্ত্রে মেতেছে, মু’সলমানদের জীবনকে সংকী’র্ণ করে তুলেছে।

জেরুজালেম ধ’র্ম মন্ত্রণালয়ের কর্মক’র্তা ফারাস আদ-দুবস জানিয়েছেন, ইস’রাইলি বাহিনীর বাধা ও ব্যাপক নিরাপত্তা তল্লা’শি সত্ত্বেও এ সপ্তাহে ৪০ হাজার মু’সল্লি জুমা আদায় করতে আল-আকসায় উপস্থিত হয়েছিলেন।

মু’সল্লিদের ভিড়ে ম’সজিদ এলাকার বাইরেও শত শত মানুষ নামাজ আদায় করেছেন। শুক্রবার ভোর থেকে ইস’রাইলি পু’লিশ আকসা প্রাঙ্গণে তল্লা’শি বাড়িয়ে দেয়।

গত মাসে ১৬ বছর পর ইস’রাইলি নিষেধাজ্ঞা ভেঙে পবিত্র আল আকসা ম’সজিদের বাব আল-রহমায় নামাজ আদায় করেছেন মু’সল্লিরা। ২০০৩ সালের পর এই প্রথম ইস’রাইলি নিষেধাজ্ঞা ভেঙে তারা আল আকসার এ অংশে প্রবেশ করেন।

এর জেরে জেরুজালেমের ওয়াকফ কাউন্সিলের পরিচালক শেখ আবদুল আজিম সালহাবকে গ্রে’ফতার করেছে ইস’রাইল পু’লিশ। এমন উত্তে’জনার মধ্যে এ সপ্তাহের জুমায় বিশ্বের প্রতিটি ম’সজিদের খতিবদের পবিত্র ম’সজিদ আল-আকসা ও ফিলি’স্তিন স’ম্পর্কে খুতবা প্রদানের আহ্বান জানিয়েছিল আন্তর্জাতিক মু’সলিম স্কলার্সদের ঐক্যবদ্ধ সংগঠন আল-ইত্তিহাদুল আলামিয়্যু লি-উলামায়িল মু’সলিমিন (ওয়ার্ল্ড ইউনিয়ন অব মু’সলিম স্কলার্স)।

এদিকে গত ৪ মা’র্চ জেরুজালেমে ফিলি’স্তিনিদের জন্য ব্যবহৃত মা’র্কিন দূতাবাস বন্ধ করে তা ইস’রাইলি মিশনের সঙ্গে একী’ভূত করেছে যুক্তরাষ্ট্র। তাছাড়া আল আকসা ম’সজিদের বাবে রহমত ফট’ক নিয়েও সং’ঘর্ষ চলছে দু’সপ্তাহ পর্যন্ত।

১ মা’র্চ দখলদার ইস’রাইল জেরুজালেম নগরীতে মু’সলমানদের ওপর ধারাবাহিক যে নি’পীড়নমূলক নি’র্যাতন চালাচ্ছে বলে মিসরের আল-আজহার ইউনিভার্সিটির পক্ষ থেকেও ফিলি’স্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে এর কঠোর নিন্দা জানানো হয়।